রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম-মোঃ ইউসুফ (৩৫), মোঃ আবু জাফর (২৫) ও রানা খন্দকার কলিম (৩৬)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বলেন, শনিবার (১৩ মার্চ, ২০২১) বিকাল ৪.৩০ টায় মুগদা থানার বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃতরা লবন ব্যবসার আড়ালে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করত। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে।