কুমিল্লা দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে মহাসড়কের শহীদনগর থেকে একটি প্রাইভেটকারভর্তী ফেণসিডিলসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
পুলিশ সুত্র জানায়, “একটি গ্রাম একটি দেশ মাদকমুক্ত বাংলাদেশ”িগড়ার লক্ষ্যে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম এর দিকনির্দেশনায় কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান চালিয়ে আসছে। মাদক বিরোধী অভিযানে নেমে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এসআই সহিদার রহমান, এএসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্সসহ মহাসড়কের শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো-ক ১১-১৬১২ আটক করে। এ সময় প্রাইভেটকারের ভিতরে তল্লাশী চালিয়ে ২৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মহসিনকে গ্রেফতার করা হয়। মহসিন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইস গ্রামের মমিন মিয়াজীর ছেলে। ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।