কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর পৃথক দুটি অভিযানে পদুয়ার বাজার বিশ্বরোড় ও আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে মোট ১১৮ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গত ২২ ফেব্রুয়ারি সোমবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও ২৩ ফেব্রুয়ারি সকালে সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় পৃথক দুটি অভিযান অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, একটি অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কক্সবাজারের সদর থানার কলাতলী চন্দ্রিমা মাঠ গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ মনসুর আলম (২৬), মৃত আলাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক(১৯)কে গ্রেফতার করা হয়।
অপর একটি অভিযানে কার্ভাটভ্যানে ৭৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ বাবলু (২২), ব্রাক্ষনপাড়া উপজেলার নাগাইশ উত্তর পাড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২১) এবং ব্রাক্ষনপাড়া উপজেলার বাগড়া গ্রামের মৃত. নানু মিয়ার ছেলে মোঃ ফারুক (৩০)। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব সদস্যরা।