প্রাইভেটকারের চালকের বেশে ছিনতাই করে সুমন। এই চক্রটি রাজধানীতে প্রাইভেটকার নিয়ে বিভিন্ন সড়কে রেকি করে আগে থেকে। পরে টার্গেট ব্যক্তির ব্যাগ বা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় চলন্ত গাড়ি থেকেই। এমনই একটি ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায়। এসময় গাড়ির নিচে চাপা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পান এক নারী।
১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কটি দিয়ে হাঁটছিলেন কয়েকজন নারী। কিছুক্ষণের মধ্যে একটি কালো প্রাইভেটকার থেকে একজন ওই নারীর ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয় ওই প্রাইভেটকারে থাকা একজন। ব্যাগটি না ছাড়া পর্যন্ত টেনে হিঁচড়ে ওই নারীকে নিয়ে যেতে দেখা যায় ভিডিও ফুটেজে। ছিনতাইয়ের মাত্র ২ মিনিট আগে একই সড়কে এ প্রাইভেটকারটিকে ঘুরতে দেখা যায়। আগেই প্রাইভেটকারে থাকা ছিনতাইকারী ওই নারীকে টার্গেট করেছিল।
এ ঘটনার পর উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়। ঘটনার দুই দিন পর রাজধানী থেকে সেই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সময় সংবাদকে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ছিনতাইয়ে জড়িত ব্যক্তি এর আগেও উত্তরা এলাকা ছাড়া আর কোনো ছিনতাইয়ের ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..