কুমিল্লা কান্দিরপাড় নজরুল এভিনিউতে মজিবুল হকের চেম্বার সকল নেতাকর্মীদের স্মৃতি হয়ে রয়েছে। এ চেম্বার থেকেই মুজিবুল হক মুজিব হয়েছেন সংসদ সদস্য, হয়েছেন সংসদের হুইপ, হয়েছেন রেলপথ মন্ত্রী।
আয়কর উকিল হিসেবে বসে এই চেম্বার থেকেই রাজনীতি করতে করতে এই চেম্বার দিনে দিনে কুমিল্লার রাজনীতিতে হয়ে উঠে নেতা তৈরীর কারখানা। এই চেম্বারের লুচি-সিংগারা-চমুচা-পুরি- জিলাপি আর চা খেয়ে মিছিলে যেতো ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা।
কুমিল্লা শহর থেকে শুরু করে বৃহত্তর কুমিল্লায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কোন নেতা কিংবা কর্মী নেই যে মুজিবুল হক মুজিব এমপির কান্দির পাড়ের এই চেম্বারে অবাধে লুচি-সিংগারা-চমুচা-পুরি- জিলাপি আর চা খাওয়ার সেই ইতিহাসের কথা জানেনা।
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন কুমিল্লা আসা সম্বভ হয়নি।তাই বসা হয়নি প্রাণের প্রিয় নেতা, কর্মীদের সাথে । গতাকাল কুমিল্লা এসেই শহরের অলি গলিতে হেঁটেছেন এবং আজ সকাল থেকে কুমিল্লা চেম্বারে নেতা কর্মীদের অবাধে লুচি-সিংগারা-চমুচা-পুরি আর জিলাপি খাওয়ানোর মধ্যে দিয়ে মনের আনন্দ ভাগাভাগি করেন
মজিবুল হক। এ সময় সাথে ছিলেন উনার সুযোগ্য সহধর্মিণী এডভোকেট হনুফা আক্তার রিক্তা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন সহ জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী বৃন্দ।
এসএন ইউসুফ এর টাইম লাইন থেকে সংগৃহিত।