রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ড্রাইভার আব্দুর রহমান(৩০) ও মোঃ নাজিরুল ইসলাম(২৪)। এসময় তাদের হেফাজত হতে ইয়াবা বহনে ব্যবহৃত ০১টি ট্রাক উদ্ধার করা হয়।
গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম জানান, শনিবার (০৬ ফেব্রুয়ারি, ২০২১) ২১.৩৫ টায় উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বেড়ীবাধস্থ কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেফতারকৃতরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্রগ্রাম হতে বাস-ট্রাক যোগে এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।এ সংক্রান্তে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।