ইউরোপের সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হলেন বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। তারপরেই অবস্থান করছেন বার্সেলোনার তরুণ সেনসেশান আনসু ফাতি।
ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনূর্ধ্ব-২১ ফুটবলারদের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড দিয়ে থাকে ইতালির খেলা বিষয়ক বিখ্যাত সংবাদপত্র টুট্টোস্পোর্ট। এবছরও তালিকা ছিলো বেশ দীর্ঘ। তবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে হ্যালান্ড পার করছেন দারুণ সময়। অস্ট্রিয়ার ক্লাব রেডবুল সার্লসবুর্গ থেকে ডর্টমুন্ডে পাড়ি জমানোর পর ২৯ ম্যাচে করেছেন ২৭ গোল। তালিকায় ছিলেন হ্যালান্ডের ক্লাব সতীর্থ জেডন স্যাঞ্চোও। তিনি হয়েছেন ৪র্থ। বায়ার্ন মিউনিখের আলপোনসো ডেভিসের অবস্থান ৩য়। শীর্ষ ১০-এ আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। এর আগে বরুশিয়ার হয়ে ২০১১ সালে এই পুরস্কার জিতেছিলেন মারিও গোতজে। এছাড়া মেসি-আগুয়েরো-পগবার-এমবাপ্পেরাও গোল্ডেন বয় নির্বাচিত হয়েছিলেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ তিন ফুটবলার জিতেছেন এই পুরস্কার।
এ জাতীয় আরো খবর..