রাজধানীর উত্তরা ঢাকা-১৮ আসনের আসন্ন উপ-নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। তিনি বলেন, ‘নির্বাচনি পরিবেশ যাতে কেউ বিঘ্নিত না করতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি।
শনিবার (৭ নভেম্বর) উত্তরখান এলাকায় গণসংযোগের সময় এ অনুরোধ জানান তিনি। শাহ কবীর মাজার এলাকায় নোৗকার প্রার্থী বলেন, এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। কাজেই তাদের রাজপথের আন্দোলনের ভয় দেখিয়ে কাজ হবে না। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে দাবি করে দলটির প্রার্থী নির্বাচনি এলাকায় ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আ”লীগ সমর্থিত প্রার্থীর সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা আজিজজুল হক রানান, প্রলয় সমাদ্দার বাপ্পি, আবুদল আউয়াল শেখ, উত্তর খান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।