সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিনকে হত্যার সুষ্ঠু বিচার হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন এ ঘটনায় কেউ ছাড় পাবে না। পুলিশ এই ঘটনার পর থেকে সতর্কভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী যতই ক্ষমতাবান হোক, তার বিচার হবেই।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আখালিয়ার নেহারিপাড়ায় রায়হানের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পর এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘সিলেটের মাটিতে কেউ কোনও অপরাধ করে বাঁচতে পারেনি। তাদের বিচার হয়েছে। রায়হান হত্যার বিচারও হবে। রায়হান হত্যার ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে।