কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অনুমতি বিহীন মাদ্রাসার স্থাপনা নির্মাণের’ অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বাংলাদেশি এক নাগরিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় উখিয়ার শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান।
এক মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্তরা হলেন, উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-এক ব্লকের মৃত আব্দুল কাশিমের ছেলে আব্দুর রহমান (৪৮), ক্যাম্প-১৫ এর এ-এক ব্লকের মৃত মো. হালিমের ছেলে মোহাম্মদ হাসান (৪৭), শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের বি-দুই ব্লকের মৃত মো. আমিনের ছেলে সামিম উল্লাহ (২৫), একই ক্যাম্পের ব্লক সি-দুই এর মৃত আব্দুস সালামের ছেলে হাবিব উল্লাহ (২২) ও মোহাম্মদ কাউছারের ছেলে আব্দুর শুক্কুর (২৭)।এছাড়া একই অপরাধে বাংলাদেশি নাগরিক নুরুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং অনাদায়ে সাতদিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
এপিবিএন-১৬ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক এসপি হেমায়েতুর বলেন, শনিবার বিকালে উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের সিআইসি অফিসের পিছনে বি-এক ব্লকে স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া কথিত মাদ্রাসার স্থাপনা নির্মাণের খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে পাঁচ রোহিঙ্গা এবং এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
এ জাতীয় আরো খবর..