কুমিল্লা সদর দক্ষিন উপজেলার গলিয়ারা ইউপির রামধনপুর ও মদ্দুদ ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুস সাত্তার (৬০)কে বৌয়ারা মধ্য বাজার থেকে বৌয়ারা বাজার বিওপির নায়েব সুবেদার হান্নান মিয়া ও এপএস নায়েক সানোয়ার কৌশলে বিওপিতে নিয়ে সাত্তার মিয়া ও তার সাথে থাকা জামাই জাহাঙ্গীরকে গাঁজা সেবন করার অপরাধে আটক করে। ১৪ জুলাই রাত সাড়ে দশটার সময় বৌয়ারা বাজার থেকে আটক দেখায় বিজিবি।
খবর পেয়ে বাজার কমিটির সভাপতি, সাধারন সম্পাদক, স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ বিজিবির ক্যাম্পে গেলে তাদেরকে জানায় গাঁজা সেবন করার অপরাধে আটক করা হয়েছে। সকলের অনুরোধে রাতেই ছেড়ে দেওয়ার কথা বলে সবাইকে আশ্বস্ত করেন। একই সময়ে ওয়ার্ড আ”লীগের সাধারন সম্পাদক সাত্তারকে আটকের বিষয়ে এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান শাকিল বিওপির নায়েব সুবেদার হান্নান ও গোয়েন্দা সদস্য সানোয়ারের মোবাইলে কল দিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা জানায়, বাজারে তারা গাঁজা সেবন করছিল এই অপরাধে আটক করা হয়। একই সময়ে সাপ্তাহিক মুক্তির লড়াই পত্রিকার বার্তা সম্পাদক ও নাগরিক খবরের সম্পাদক ঘটনার বিষয়ে বিজিবির সানোয়ারের নিকট জানতে চাইলে , তিনি বলেন গাঁজা সেবন করার অপরাধে ক্যাম্পে নিয়েছে। রাতে সাবধান করে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। পরের দিন ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আটক সাত্তার ও জাহাঙ্গীরকে একশ গ্রাম করে দুজনের কাছ থেকে দু”শ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে তাদের ছবি ওঠিয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠায় এবং আসামিদের সকাল ৮ টার সময় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত করে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটর নিকট হাজির করলে স্থানীয় সাক্ষীদের জবানবন্দীতে ঘটনার সত্যতা পাওয়া না গেলেও বিজিবির বক্তব্যে বিচারক তাদের দুজনকে ৬ মাসের সাজা প্রদান করে। স্থানীয় শত শত ব্যক্তিরা সাত্তারের প্রশংসা করে বলেন, বিজিবির লাইনম্যান হিসেবে গত বার বছর যাবৎ কাজ করে আসছে। কখনও মাদক নিয়ে কাজ করতে দেখেন নাই। তারা অভিযোগ করে বলেন সাত্তারকে ষড়যন্ত্র করে আটক করে মিথ্যা অভিযোগ দাড় করিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটাতে বৌয়ারা বাজার বিওপির নায়েব সুবেদার হান্নান মিয়া ও এপএস সানোয়ার ঘটনাটি সৃষ্টি করে। উপরোক্ত বিষয়ে স্থানীয় লোকজন বিজিবির এই দুই সদস্যদের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি, মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসুচি ঘোষনা করে। আওয়ামীলীগ নেতা সাত্তার মিয়ার সাথে বিজিবির নায়েব সুবেদার হান্নান ও সানোয়ার এর সাথে চুক্তির টাকা নিয়ে যে দ্বন্ধ শীঘ্রই বিস্তারিত নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে।