বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় হাফেজ সোলায়মান (১৯) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সমাজকল্যান মন্ত্রী দিপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমানসহ ৫১ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। এরআগে বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত সোলায়মানের দুলাভাই শামীম কবির বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামীরা হলেন, শাহজালাল বাদল (৪২), পিতা-নূর সালাম, সাং-শিমরাইল, চিটাগাং রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, আবুল হাসনাত মোঃ শহীদ বাদল (৫০), পিতা-কেরামত আলী, সাং-৩২ আল্লামা ইকবাল রোড, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, এড. খোকন সাহা (৫৫), পিতা-মৃত দিজেন্দ্র কুমার শাহা, সাং-১৩০ ডিএন রোড, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, আনিসুর রহমান দিপু (৫৫), পিতা-মৃত আবিদুর রহমান, সাং-চাঁনমারি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, মতিউর রহমান মতি (৫৫), পিতা-মৃত বাদশা মিয়া, সাং-আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, শেখ খোরশের সারাওয়ার সোহেল (৫৫), পিতা- রাশেদ সারাওয়ার, সাং- ৯/এ নিউ চাষাড়া, জামতলা,থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, সুজিত সাহা (৪৮), পিতা-সুরেশ সাহা, সাং-৪২ কেসিনাগ রোড, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, আনোয়ার হোসেন রতন (৫৫), পিতা-হাজী দেলোয়ার হোসেন, সাং-ফতুল্লা পোস্ট অফিস সর্দার বাড়ি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, মতিয়ার রহমান (সাবেক চেয়ারম্যান, ৬০), পিত-মৃত আনসার আলী, সাং-আলীরটেক, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, নওশাদ আলী মেম্বার (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-আলীরটেক, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, আল আমিন (৩২), পিতা-মৃত বারেক মেম্বার, সাং-কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, হাজী রতন (৬৭), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-কাঁচপুর বেহাকুর, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, মনির (৪২), পিতা- আব্দুল জলিল, সাং- নগর কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ফিট সাইফুল (৪৮), পিতা-মৃত ধনু মিয়া, সাং-গড়িপুর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, অস্ত্র ফয়সাল (২৫), পিতা-আব্দুল জাব্বার, সাং-ওলানপাড়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, হাসান (৩০), পিতা-আলমগীর, সাং-নগর কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, আশরাফ (৩৫), পিতা-বাচ্চু মিয়া, সাং-আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মো. ইকবাল মাহামুদ মেম্বার (৩৫), পিতা-জব্বর বেপারী, সাং-মোক্তারকান্দি, আলীরটেক, থানা- সদর, জেলা-নারায়ণগঞ্জ, এসবি সাহিন (৪২), পিতা-আশেক অলী, সাং-আলীরটেক, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, ভাগিনা মামুন (৪০) পিতা-লালমিয়া, সাং-আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মহসিন (৪২), পিতা-ওসমান গনি, সাং-সোনাপুর কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, নেববর মাতবর (৩৮),পিতা-আব্দুল হাকিম, সাং-সোনাপুর কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, মনু মেম্বার (৫৫), পিতা-ওমর আলী, সাং-সোনাপুর কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, রূপালী খাঁন (৩৫), পিতা-মোতালেব খাঁন, সাং-মন্ত্রীর খোলা, কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, সেলিম মোল্লা (৪৮), পিতা-আলিম মোল্লা, সাং-কাঁচপুর উত্তর পাড়া, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, নয়ান (৩২), পিতা-নূরুল হক, সাং-গোদনাইল বাগপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, রাজু (৩৫), পিতা-নূরুল হক, সাং-গোদনাইল বাগপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, শফি উদ্দিন প্রধান (৫২), পিতা-শাহাবুদ্দিন প্রধান, সাং-নন্দিপাড়া, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, আবুল বাশার বাসেত (৫২),পিতা-নূর মোহাম্মদ খা, সাং-নন্দিপাড়া, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, হারুন ডেন্ডার (৪৮), পিতা-মোতালেব সর্দার, সাং-ওলানপাড়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, তমিজ উদ্দিন (৫৮), পিতা-ধনু মিয়া, সাং-ওলানপাড়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, হিমেল খান হিমু (৪৩), পিতা-আশবুদ্দিন, সাং-উইলসনরোড খানবাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, আলী নূর মোল্লা (৫৫), পিতা-অজ্ঞাত, সাং-কুরেরপাড়, আলীরটেক, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, রতন (৪০), পিতা-আব্দুল কাদের, সাং-কুরেরপাড়, আলীরটেক, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, তোফাজ্জল (৪৪), পিতা-শিরি মিয়া, সাং-কুরেরপাড়, আলীরটেক, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, মো. দুলাল মোর (৬২), পিতা-অজ্ঞাত, সাং-পশ্চিম দেওভোগ, থানা-সদর, জেলা-নারায়ণগঞ্জ, মো. তাসলিম (৫৪), পিতা-মৃত ফিরোজ মিয়া, সাং-পশ্চিম দেওভোগ, থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ, সেকান্দার আলী প্রধান (৫২), পিতা-আলী হোসেন প্রধান, সাং-এনায়েতেনগর ৮নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মো. জাকির হোসেন (৫০), পিতা-মৃত আব্দুস ছাত্তার, সাং-শিমূল পাড়া এসও রোড, খানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মো. আব্দুল আজিজ (৫০), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-শিমুল পাড়া এসও রোড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, এম এ স্বপন (৪৫), পিতা-মৃত আলম চাঁন, সাং-শিমুল পাড়া এসও রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মো. কামাল হোসেন (৩৮), পিতা-ফজলুল হক, সাং-গোপচর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, তামিম হোসেন সরকার (২৭),পিতা-মৃত মনির হোসেন সরকার, সাং-জিয়ারকান্দি, থানা-তিতাস, জেলা- কুমিল্লা, সুমন প্রঃ আন্ডা সুমন (৩০), পিতা-কামাল ভূইয়া, সাং-জিয়ারকান্দি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, মানিক সরকার (৪১), পিতা-ফজর আলী সরকার, সাং-হাটচান্দিনা, পানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা।
মামলায় বাদি উল্লেখ করেন, ৫ আগস্ট দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডস্থ ডাচ্-বাংলা ব্যাংকের সামনে দুষ্কৃতিকারীদের ছোঁড়া গুলিতে তার শ্যালক সোলাইমান রানের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে অজ্ঞাতনামা পথচারীদের সহায়তায় সোলাইমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যুবরণ করে।