রাজধানীর পল্টন থানা এলাকা থেকে অনিত আহমেদ মিয়া নামে এক যুবক হারিয়ে গেছে। তার বয়স ২৪ বছর। বাবার নাম মোঃ বদর উদ্দিন।
অনিত আহমেদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা। মুখে হালকা দাড়ি ও গোফ আছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো ফুল প্যান্ট ও গেঞ্জি।
পল্টন মডেল থানা সূত্র জানায়, অনিত আহমেদ মিয়া গত ১০ আগস্ট ২০২৩খ্রি. দুপুরে পল্টন থানার চামেলীবাগ এলাকার বর্তমান বাসা থেতে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ডিএমপির পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বাবা। জিডি নং-৬৭৮, তারিখ-১১/৮/২০২৩খ্রি.।
অনিত আহমেদ মিয়ার সন্ধান পেলে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০১৩২) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪০১৩৯) অথবা জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ বাবুলুর রহমানের (০১৭৩৪-৩৩৭৩৭১) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সুত্র: ডিএমপি