রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ মনির হোসেন ও মোঃ হৃদয় ওরফে অন্তর।
গতকাল বুধবার রাত ১০:৩০টায় খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে মাদকদ্রব্য বহন করে একটি কাভার্ড ভ্যান মালিবাগ রেলগেট হয়ে খিলগাঁও ফ্লাইওভারের দিকে আসছে।। এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরের ছাত্রী ছাউনির সামনে চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ। কাভার্ড ভ্যানটি উক্ত স্থানে পৌঁছালে মনির ও হৃদয়কে কাভার্ড ভ্যানসহ গ্রেফতার করা হয়। কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় ১৫০ কেজি গাঁজা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ বিভিন্ন জেলায় বিক্রি করতো।
খিলগাঁও থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।