ব্রাহ্মণবাড়িয়া কসবায় ভারত থেকে আনা ১১ হাজার কেজি চিনিভর্তি একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপসহ চার পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- কসবা উপজেলার রানিয়ারা এলাকার আব্দুল মালেকের ছেলে মাসুম পারভেজ (৩২), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার জয়নাল আবেদীনের ছেলে টিপু সরকার (৩০), একই এলাকার খোকন মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার দয়াসুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে সোহাগ সরদার (২৫)।
কসবা থানার ওসি মহিউদ্দিন জানান, দুপুরে গোপন সংবাদ আসে, ভারত থেকে অবৈধভাবে চিনির একটি বড় চালান পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে দুপুর ১টার দিকে কসবা থানার পুলিশ সদস্যরা উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যান ও দুইটি পিকআপ ভ্যানসহ চার জনকে আটক করেন। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ১৫৮ বস্থা ও দুইটি পিকআপ ভ্যান থেকে ৬০ বস্থাসহ ম্টে ২১৮ বস্তা থেকে প্রায় ১১ হাজার কেজি চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।