গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মো. মাহবুব আলম।
বুধবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
গাজীপুর মেট্রোর নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া ডিআইজি মাহবুব আলম আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এর উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন এর উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের এক চিঠির প্রেক্ষিতে এ বদলি করা হয়। জনস্বার্থে জারি এই আদেশ ৩১ মে তারিখের পর কার্যকর হবে।