সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় জামাল উদ্দিন (৪০) নামে এক ইউপি সদস্যকে হাতেনাতে আটক করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বুধবার রাত পৌনে ১টার দিকে দোয়ারাবাজার ইউনিয়নের পরমেশরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামাল উদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান পরমেশরিফপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ পরকীয়া চলছিলো জামাল উদ্দিনের। বুধবার রাতের আঁধারে তাকে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকতে দেখা যায়। এ সময় স্থানীয়রা আপত্তিকর অবস্থায় তাদের হাতেনাতে আটক করেন। ইউপি সদস্যের এহেন কর্মকাণ্ডে বিব্রত এলাকাবাসী।
এদিকে, অভিযুক্ত ইউপি সদস্য জামাল উদ্দিনের মোবাইল ফোনে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কিনি প্রতিবেদককে বলেন টাকা পয়সা লেনদেন বিষয়। স্থানীয় ভাবে আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার করছে এ সব অভিযোগ মিথ্যা।
সাবেক ইউপি সদস্য আবেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, জামাল উদ্দিন মেম্বর এবং ওই প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটকে রাখে স্থানীয়রা। রাত ১টার পর আতাউর রহমান ও ফজলুল হক নামে দুই ব্যক্তির জিম্মায় মেম্বরকে ছেড়ে দেয়া হয়।