শিশুদের সর্দি-জ্বর সাধারণত তিন দিনের বেশি থাকে না তেমন। তাই আপনার শিশুকে প্রথম তিন দিন পর্যন্ত কোন ধরনের এন্টিবায়েটিক ওষুধ খাওয়াবেন না।
মায়েরা খুব অধৈর্য হয়ে যান- বাচ্চাকে দ্রুত সারিয়ে তোলার জন্য এন্টিবায়োটিক দিয়েই থাকেন । এটা করবেন না। শুধু নাকের পানিতে নাকের drop ব্যবহার করুন। আর এনটি হিসটামিন দিতে পারেন তবে সর্দির পানি ঘন হয়ে যাবে। পাতলা হয়ে যত ঝরে যাবে সেটা ভালো॥
সঠিক পরিচর্যা:
কমলা খাওয়ান সবুজ কমলা। তবে খালি পেটে না।
বাসায় বানানো চিকেন সুপ খাওয়াবেন।
বাচ্চা খাবেনা, এটা মাথায় রাখবেন।
চিকেন বোটি কাবাব করে দিতে পারেন।
রং চা দেন তুলসী মধু আদার রস লেবুর রস দিয়ে দুবার।
মুড়ি বিস্কিট যা খায়, কিন্তু জোর করবেন না।
পানি বেশি খেতে হবে।
সেরে যাওয়ার পর খাওয়া দাওয়া ছেড়ে দিলে ডাক্তার এর শরণাপন্ন হবেন।
আমরা পাশে আছি।
কাশি হলে কিন্তু গোসল ২/৩ দিন মানা।
গা মুছাবেন।
পাতলা কাপড় পরিধান।
অনেকেই শিশুকে বাসা বাড়ি থেকে বের হওয়ার সুযোগ না দেওয়াটা মোটেও ভাল না। প্রকৃতির সাথে সে পরে আর খাপ খাওয়াতে পারবে না।
ডা. মো. শাহাদাৎ আলম রিয়াদ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (কোর্স), পেডিয়াট্রিকস।
বিএসএমএমইউ (পিজি হসপিটাল)