বগুড়া আদমদীঘি উপজেলার মোড় নামক এলাকা থেকে ২ সেটেরম্বন ভোর পৌনে পাঁচটার সময় ছয় কেজি গাঁজাসহ রহিম নামের একজন মাদক কারবারি গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
ফাঁড়ি সূত্রে জানা গেছে, আজ ২৪ অক্টোবর রোজ সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ গামী শ্যামলী যাত্রীবাহী পরিবহনে মাদক দ্রব্য বহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম তাঁর সঙ্গীয় ফোর্সসহ শহরের বাইপাস সড়ক সংলগ্ন হবির মোড় নামক এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বাস থামিয়ে তল্লাশি করে নেশা জাতীয় মাদক দ্রব্য ছয় কেজি গাঁজাসহ আসামি রহিমকে হাতে নাতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিম (২০) বগুড়া জেলার গাবতলি উপজেলার চকডঙর সুখান পুকুর গ্রামের ইদ্রিস প্রামাণিকের ছেলে। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখিত স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করে উক্ত আসামিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।
আসামির বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।