বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুমিল-া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও ঘুড়ি উৎসব কে কেন্দ্র করে কুমিল্লা স্টেডিয়ামে নানা বয়সী নারী-পুরুষ ও শিশু ছেলে মেয়েদের অংশ গ্রহন ছিল দেখার মতো।ঘুড়ি উৎসবে অংশ নিতে হাতে ঘুড়ি নিয়ে আসে নানান বয়সের মানুষ।
কুমিল-া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠে ছেলে মেয়েদের ঘুড়ি নিয়ে মাতামাতি অনন্য উৎসবে রূপ নেয়।
ঘুড়ি প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের হাতে জেলা ক্রীড়া সংস্থা থেকে ঘুড়ি তুলে দেন কুমিল-া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফার“ক রোমেন, তাছাড়াও কুমিল-া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঘুড়ি উৎসব দেখতে আসা শিশুদের হাতে বেলুন ও বাঁশি প্রদান করা হয়। পরে ঘুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঘুড়ি উৎসবের প্রধাান অতিথি কুমিল-া সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন
বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকু মিল-া সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শামসুল তাবরীজ, কুমিল-া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন, কুমিল-া মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল-াহ
খোকন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এয়ার আহাম্মেদ সেলিম, সদস্য আতিকুর রহমান আব্বাসি। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির।