নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে মাত্র ১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে শ্রীলংকা।
আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রানের সংগ্রহ পায় শ্রীলংকা।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান তুলে মাত্র ১ রানে ম্যাচ হারে পাকিস্তান। ফলে আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা।