1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাখাওয়াত ইসলাম রানা ঈদের শুভেচ্ছা মহাসড়কে চাপ বাড়লেও নেই জট, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা স্বন্দী‌পের মা‌নু‌ষের কাছ থে‌কে আজ কলঙ্ক মুক্ত হলাম: প্রধান উপদেষ্টা গাউসছে পাক জামে মসজিদের ইফতার মাহফিল ক‌লেজ শিক্ষার্থী‌কে ধর্ষণ‌ চেষ্টার মামলায় ছাত্রদল আহ্বায়ক বহিষ্কার জামালপু‌রে চুরির অপবাদে রাজমিস্ত্রিকে নির্যাত‌নের ভি‌ডিও ভাইরাল পাঁচ ওয়াক্ত সালাত আদায় ক‌রেও ১৭ শ্রেণীর মানুষ জান্না‌তে যে‌তে পার‌বে না রাজধানীর গুলশা‌নে মাথায় পিস্তল ঠেকি‌য়ে গু‌লি তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে ৫ নির্দেশনা দি‌লেন প্রধান উপদেষ্টা

এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়নের আশায় সাকিব

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২২১ বার পঠিত

শ‌নিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। আগের ১৪টি আসরে শিরোপার স্বাদ নিয়েছে ভারত-পাকিস্তান ও শ্রীলংকা। তবে এবারের এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন দেখতে চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। গতকাল সাকিবকে নিয়ে দুবাইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা টাইগার্স। ঐ অনুষ্ঠানে এশিয়া কাপ নিয়ে কথা বলেন সাকিব।

সর্বোচ্চ সাতবার এশিয়া কাপে শিরোপা জিতেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ শিরোপার স্বাদ পেয়েছে শ্রীলংকা। দু’বার শিরোপা জিতে পাকিস্তান। তবে তিনবার ফাইনালে উঠেও শিরোপা স্পর্শ করতে পারেনি বাংলাদেশ।

সাকিব বলেন, ‘আমরা ফাইনালে খেললে, প্রতিপক্ষ হিসেবে যেকোন দলকে পছন্দ করবো। এখানে যেকোন দলই হতে পারে। আশা করছি, এবার নতুন কোন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলংকা তো অনেকবারই শিরোপা জিতেছে। এবার নতুন কোন দল শিরোপা জিতুক।’
৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। পহেলা সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।

নিজেদের প্রস্তুতি নিয়ে সাকিব বলেন, ‘এশিয়া কাপের জন্য সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টাই করছি আমরা। টি-টোয়েন্টি ফরম্যাটে কখন কি হয়, তা তো বলা যায় না। সবসময়ই উত্তেজনা থাকে। আর টুর্নামেন্টে দ্রুত ছন্দ খুজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতে মোমেন্টাম পেলে, পরবর্তীতে সবই ইতিবাচক হবে।’
দ্বিতীয়বারের মত টি-টেন লিগে খেলবেন সাকিব। এর আগে কেরালা কিংসের হয়ে খেলেছেন ।

এবার বাংলা টাইগার্সের পক্ষ থেকে খেলার প্রস্তাব পাবার সাথে-সাথে সেটি লুফে নেন সাকিব। তিনি বলেন, ‘টি-টেনের প্রথম আসরে আমি খেলেছিলাম। সে বার চ্যাম্পিয়নও হয়েছিলাম। এবার টি-টেন লিগে বাংলা টাইগার্সের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত-আনন্দিত। প্রস্তাব পেয়ে না করিনি। অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে। আমাদের দলটি খুবই ভালো। প্রথম আসর থেকে ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি, এবার আরও ভালো একটা অভিজ্ঞতা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com