রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।
জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষ্যে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩ আগস্ট ২০২২) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। একই সময় সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্স প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ“ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচিতে ডিএমপি কমিশনার পুলিশ লাইন্স পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালবাউস জাতীয় মাছের ৪০০ কেজি পোনা অবমুক্ত করেন।
একই সঙ্গে “বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে ডিএমপি কমিশনার রাজারবাগ পুলিশ লাইন্স প্রাঙ্গণে ‘গগন শিরীষ’ ও ‘ফক্সটেইল পাম’ গাছের চারা রোপণ করেন।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, বিপিএম(বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ মোঃ আলমগীর, উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান ও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তফা কামালসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।