১৫ জুন তৃতীয়বারের মতো কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত দুইবার বিএনপি সমর্থিত প্রার্থী কুমিল্লার নগর পিতা হয়েছেন। তবে বিএনপি সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় দলটির দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বে বলে জানা গেছে। তবে বিএনপির বাকি নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি নিজাম উদ্দিন কায়সার স্বতন্ত্র হিসেবে সিটি নির্বাচনে অংশ নেবেন।
দুই প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি থেকে প্রার্থী না দেওয়া হলেও এবার মাঠে থাকবেন তারা। ইতোমধ্যে দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বিষয়ে নাগরিক খবরকে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে না। কিন্তু আমার কাছের মানুষদের ইচ্ছায় এবার আমি নির্বাচনে লড়ছি।
বিএনপির অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নাগরিক খবরকে বলেন, নতুন প্রজন্মের নতুন কুমিল্লা স্লোগানে আমি নির্বাচনের মাঠে আছি। কুমিল্লার মানুষ নতুন কিছু চায়। এছাড়াও কুমিল্লায় বিএনপির বেশি সমর্থক। কিন্তু তারা নির্ভর করার মতো নেতা না পাওয়ায় এক প্রার্থীকেই সমর্থন দিয়ে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, কুমিল্লার মানুষ নতুন নেতৃত্বকে স্বাগত জানাবে।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা সিটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এর আগের দুটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু বিজয়ী হয়েছেন।