রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম মোঃ ইউসুফ মন্ডল ও মোঃ মহিউদ্দিন আজাদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১১০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ মার্চ ২০২২) সন্ধ্যা ৬:০০টায় ভাটারা থানার নর্দ্দা প্রগতি স্মরণী বারিধারা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামাল, পিপিএম-সেবা জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ভাটারা থানার নর্দ্দা প্রগতি স্মরণী বারিধারার বিসমিল্লাহ কার ডেকোরেটরের সামনে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইউসুফ ও মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।