রাজধানীর দক্ষিণখান থানা এলাকা হতে অপহৃত দুই বছরের শিশু এনামুল হাসানকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ নাছির উদ্দিন ও মোঃ মেহেদী হাসান।
শুক্রবার (১৮ মার্চ ২০২২) রাজধানীর মুগদা এলাকা ও গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী, পিপিএম-সেবা ডিএমপি নিউজকে জানান, গত ১৫ মার্চ ২০২২ তারিখ দক্ষিণখান থানা এলাকা হতে মোঃ বিল্লাল হোসেনের শিশু পুত্র এনামুল হাসানকে অপহরণ করে। ভিটিমের মায়ের মোবাইলে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করে। এই ঘটনায় গত ১৭ মার্চ ২০২২ ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা রুজু হয়। মামলাটি তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা উত্তরা বিভাগ।
তিনি বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৮ মার্চ) বেলা ১:৫৫ টায় গাজীপুর জেলার টঙ্গী থানার বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা থেকে নাছিরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা ৩:৩০টায় রাজধানীর মুগদা থানার কমলাপুর টিটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে অপর অপহরণকারী মেহেদীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ভিকটিমকে অপহরণ করে প্রথমে তুরাগ নদীর পাড়ে নিয়ে যায়। সেখান থেকে তারা ভিকটিমের মা’র মোবাইলে ফোনে মুক্তিপণ দাবি করে মেসেজ পাঠায়।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে বিমান বন্দর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী, পিপিএম (সেবা) এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।