পুনাক সভানেত্রী জীশান মীর্জা পুনাক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন তোমরা এমন কিছু করো যেন নিজেদের পিতা-মাতাকেও ছাড়িয়ে যেতে পারো। তোমরা নিজেদের পড়ালেখা দিয়ে এমনভাবে গড়ে তোল যেন নিজের যোগ্যতায় পুলিশ ভবন বা তার চেয়ে বড় কোন জায়গায় নিজেরা যেতে পারো।
আজ বুধবার (১৬ মার্চ ২০২২) পূণ্যভূমি রাজারবাগ পুলিশ কোয়ার্টারে ‘বঙ্গবন্ধু শিশু কর্নার’ উদ্বোধন শেষে পুনাক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুনাক সভানেত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “পুলিশ ভবন হলো পুলিশের প্রত্যেকটি সদস্যদের গৌরবের জায়গা, আইজিপি মহোদয় থেকে শুরু করে প্রত্যেকের জন্য একটি শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা সম্মানের জায়গা”।
বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুনাক সভানেত্রী বলেন, “বঙ্গবন্ধু যদি না জন্মাতেন তাহলে কিন্তু আমরা বাংলাদেশ পেতাম না, আমরা বাঙালি জাতি হিসেবে নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারতাম না, আমরা পেতাম না বাংলা ভাষা, আমরা পেতাম না বাংলাদেশের মানচিত্র”।
তিনি বলেন, “২০২০ সালে অতিমারি করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের আর্ট শেখার অনলাইন ক্লাস চালু করেছিলাম। সেখানে পুনাকের শিক্ষার্থীরা আর্ট শিখতো। এর মধ্যে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বাচ্চাদের নিয়ে পুলিশ ভবনে একটি ওপেন আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়। সেখানে ৬৫জন বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলো”।
তিনি আরো উল্লেখ করেন, আর্ট কম্পিটিশন শেষে বাচ্চারা যখন পুলিশ ভবন থেকে আসতে চাচ্ছিল না তখন আমি তাদের সাথে কথা বলি। তারা বলছিল আন্টি এখানে তো অনেক খেলার জায়গা, আমরা আরও কিছুক্ষণ খেলি! আমি বলেছিলাম কেন তোমাদের ওখানে খেলার জায়গা নেই? তখন তারা বলেছিল অফিসার্স কোয়ার্টারে আছে কিন্তু আমাদের এখানে নাই। তখন আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম তাদের জন্য একটা ভালো খেলার জায়গা করে দিবো।
তিনি বলেন, “এরপর আমরা যখন রাজারবাগ এসেছিলাম তখন এই জায়গাটিতে অনেক কাঁদা ছিলো, পাতা ছিলো, কাঁচ ছিলো। এইখানে প্রবেশ করার মতো কোনো পরিবেশ ছিল না পরে আমরা এই জায়গাটি পছন্দ করে শিশুদের খেলার জন্য কর্নার তৈরি করার কার্যক্রম শুরু করি।
তিনি যোগ করেন, এখানে যারা বসবাস করছেন সকলে মিলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, তোমাদের কাছে অনুরোধ করবো এই জায়গাটাই যেন অপরিচ্ছন্ন না হয়।
এর আগে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পুনাক শিক্ষার্থীদের ক ও খ শাখায় দুইটি দুইটি বিভাগে চিত্রাংকন, কোরআন তেলাওয়াত, আবৃত্তি, সংগীত ও নৃত্য এই পাঁচটি বিষয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী ৩৮ জনকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে পুনাক ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় ছোট্ট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় পুনাক (বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি) এর সাধারণ সম্পাদিকা মিসেস খাদিজা ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।