বাংলাদেশ বিমান বাহিনীর ৬৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে উত্তীর্ণদের মধ্যে সনদপত্র দেন।
১০ সপ্তাহ মেয়াদী এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২জন, নাইজেরিয়ান একজন, পাকিস্তানি একজন ও শ্রীলংকান একজনসহ মোট ১৫ জন কর্মকর্তা অংশ নিয়ে সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।
সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।
স্কোয়াড্রন লিডার মুসতাক মাহমুদ ইমরান কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।