স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশে অনেকগুলো মোবাইল অপারেটর হয়েছে। সরকার প্রান্তিক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। কৃষকের সারের দাম কমানো হয়েছে। শিক্ষা, যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তিসহ নানা খাতে উন্নতি লাভ করেছে বাংলাদেশ। চাহিদার তুলনায় খাদ্য উৎপাদন বেড়েছে। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ একমাত্র বিশ্বের কাছে মডেল দেশে রূপান্তর হয়েছে।
শনিবার (১২ মার্চ) দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের শতবছর পূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, একটা সময় বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে হাত পাততে হতো, সেদিন ফুরিয়ে গেছে, বাংলাদেশ এখন উদ্যোম সাহসে ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণে উন্নয়নের প্রতিটি সুচকে বাংলাদেশ আজ রোল মডেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার), ব্যবস্থাপনার কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান শেলি, পুলিশ সুপার (পিবিআই), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার প্রমুখ।