কুমিল্লা মহানগরীর টিক্কাচর ব্রীজ সংলগ্ন পুর্ব শত্রুতার জের ধরে মুন্না নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া যায়, এ ঘটনায় আহত মুন্নার মা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ৪ জনকে আসামি করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
স্থানীয় ও মামলার এজাহার সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার ২১ আগষ্ট বিকেলে কাটাবিল এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মুন্না ও তার বন্ধু আল আমিনকে নিয়ে টিক্কাচর ব্রীজ এলাকায় বেড়াতে যায়, এ সময় পুর্ব শত্রুতার জের ধরে কাটাবিল এলাকার ইকলামের ছেলে ইমরান তার সঙ্গীয় পায়েল, সাদ্দাম, শাহনেওয়াজক সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দা ছেনি নিয়ে মুন্নার উপর অর্তকিত হামলা চালিয়ে তার শরীরে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে পালিয়ে যায়, স্থানীয় লোকজন আহত মুন্নাকে গুরুত্বর অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত মুন্নার অবস্থার অবনতি হলে চিকিদসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।স্থানীয় সুত্র জানায় কাটাবিল এলাকার যুবলীগ কর্মী হাবীবুর রহমান জনি এলাকাবাসীর সহযোগিতায় কাটাবিল এলাকাকে মাদকমুক্ত করতে
মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রতিবাদ করে আসছে। এ ঘটনার সুত্র ধরেই জনির ছোট ভাই মুন্নার উপর হামলা চালায় মাদক সিন্ডিকেটের সদস্যরা। উক্ত ঘটনায় আহত মুন্নার মা নুরজাহান বেগম বাদী হয়ে কাটাবিল এলাকার ইমরান, পায়েল, সাদ্দাম, শাহনেওয়াজনহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং ৪৩ তারিখ ২২/৮/২০২০ ইং। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আরিফুল ইসলাম বলেন , এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামি গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে ।