চট্টগ্রামের বোয়ালখালীতে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় ওই মাদরাসার তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে জিজ্ঞাবাদের জন্য তাদের আটক করা হয়। আটক তিন শিক্ষক হলেন- রুস্তম আলী, শাহাদৎ হোসেন ও জাফর আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান রাত সোয়া ৯টার দিকে বলেন, মাদরাসাছাত্র হত্যার ঘটনায় তিন শিক্ষককে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তাদের নামে মামলা নেওয়া হবে। নিহতের জানাজা হয়েছে। মরদেহ দাফন চলছে। দাফনের পর নিহতের পরিবারের সদস্যরা এসে থানায় মামলা করবেন।
এ বিষয়ে জানতে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এর আগে শুক্রবার দিবাগত রাতে ইফতেখার মালেকুল মাশফি নামের ওই মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। বোয়াখালীর পশ্চিম চরনদ্বীপ হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানায় স্টোর রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। মাশফি উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী গ্রামের প্রবাসী আবদুল মালেকের ছেলে।
মাশফির ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ বলেন, মাদরাসার পক্ষ থেকে আমাদের শান্তনা দিতে এসেছেন। তারা হয়তো মামলা না করতে বলবেন। তবে আমরা পরে সিদ্ধান্ত নেবো।