রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইসমাইল, মোঃ আরিফ হোসেন ও মোঃ ফারুক হোসেন। এসময় তাদের হেফাজত হতে ৩০ কেজি গাজাঁ উদ্ধারমূলে জব্দ করা হয়।
গত ৩১ জানুয়ারি ২০২২ (সোমবার) বিকালে খিলগাঁও থানার রেল গেইট জোড় পুকুরমাঠ টেম্পু স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া খিলগাঁও জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান, পিপিএম বলেন, গত ৩১ জানুয়ারি ২০২২ (সোমবার) খিলগাঁও থানার রেল গেইট জোড় পুকুরমাঠ টেম্পু স্ট্যান্ড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাই। তথ্যের সত্যতা যাচাই করে সন্ধা ০৭:৫৫ টায় উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উদ্ধারকৃত ৩০ কেজি গাজাঁসহ ইসমাইল, আরিফ ও ফারুককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।