রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ রুবেল হোসেন ও মোঃ সুজন হাওলাদার ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) রাত ০৯:০৫ টায় মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক নাগরিক খবরকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মতিঝিল থানার আরামবাগ সেজুতি ট্রাভেলস এর কাউন্টারের সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রুবেল ও সুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৩,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
মতিঝিল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।