কাউন্সিলরসহ জোড়া খুনের মামলায় গ্রেফতার আরও এক আসামি রিশাত কুমিল্লার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে । বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ডিবি পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম।
কাউন্সিলসহ জোড়া খুনের তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মঞ্জুর কাদের জানান,কাউন্সিলরসহ জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে অংশগ্রহনকারী সদস্য ও সিসিটিভি ফুটেজে সনাক্ত এবং তদন্তেপ্রাপ্ত, হিট স্কোয়াডে থাকা আসামী মোঃ এমরান হোসেন@ রিশাত (২৩)তিন দিনের পুলিশ রিমান্ডে থাকা কালে জিজ্ঞাসাবাদে পর কাউন্সিলরসহ জোড়া খুন ও শাহআলমকে অস্ত্র,গুলি সরবারহ বিষয়ে নিজেকে জড়াইয়া স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য ইচ্ছা প্রকাশ করে।
আজ বৃহ:পতিবার আসামি রিশাতের জবানবন্দি রেকর্ডের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মঞ্জুর কাদের ভূইয়া অদ্য বিজ্ঞ আদালতে প্রেরন করিলে আমলী আদালত ১ এর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব, ফারহানা আক্তার এর নিকট কাউন্সিলরসহ জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বিজ্ঞ আদালত আসামী এমরান হোসেন@ রিশাত এর জবানবন্দি রেকর্ড শেষে তাকে জেল হাজতে প্রেরণ করেন।