কুমিল্লা দাউদকান্দির শহীদনগর এলাকা থেকে রডবাহী ট্রাক ডাকাতির ঘটনায় লুন্ঠিত রডসহ তিন ডাকাতকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
ডিবি সুত্র জানায়,গত ২৫ নভেম্বর রাতে বিসমিল্লাহ ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক আবুল খায়ের ষ্ট্রীল মিলের ১৩ টন রোড নিয়ে চট্টগ্রাম হতে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা করে। রাত অনুমান তিনটার সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদ নগর নামক মহাসড়কে পৌছালে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত একটি ছোট ট্রাক দিয়ে রডবাহী ট্রাককে রেরিকেড দিয়ে ড্রাইভার ও হেলপারকে মারধর করে তাদেরকে হাত পা বেধে রডবাহী ট্রাকটি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।
এ ঘটনায় কুমিল্লা দাউদকান্দি মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। পরে মামলাটি পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম এর নির্দেশে ডিবি পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএমকে তদন্তের দায়িত্ব প্রদান করা । উক্ত ডাকাতি মামলার আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়্ । গতকাল মঙ্গলবার রাতে গোয়েন্দা পৃলিশের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএমের নেতৃত্বে একটি টিম কুমিল্লা সদরের বিবিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিতে লুষ্ঠিত লোহার রড উদ্ধার করে ডিবি পুলিশের সদস্যরা।