রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- অসিত চৌধুরী, মোঃ সিরাজুর হক ও সেলিনা আক্তার রুনি।
২৪ অক্টোবর, ২০২১ (বুধবার) সন্ধ্যা ৬টায় শাহবাগ এলাকার পীর ইয়ামেনী হোটেল থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান যে শাহবাগ এলাকার পীর ইয়ামেনী হোটেলে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শাহবাগ থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর সার্বিক নির্দেশনায় এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, উত্তরা জোনাল টিম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।