চট্টগ্রাম আদালতে ধর্ষণের মামলায় সাক্ষ্য দিতে এসে নিজেই ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় দুই আসামি মো. কিরণ (৩৭) ও সোহাগ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত বছরের নভেম্বরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ধর্ষণ মামলার সাক্ষ্য দিতে এসে ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনায় ভুক্তভোগী নারী ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি ছায়াতদন্ত করে র্যাব। মঙ্গলবার ওই মামলার দুই আসামি মো. কিরণ ও সোহাগ মিয়াকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে নগরের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।