কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪ মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। হাসপাতালের সহকারী সার্জন মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি সদর দক্ষিণ উপজেলার ৬৯ বছরের এক পুরুষ করোনা ওয়ার্ডে মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে নাঙ্গলকোট উপজেলার ৬০ বছরের এক নারী আইসোলেশন ওয়ার্ডে এবং সকাল ১০টা ৪০ মিনিটে চান্দিনা উপজেলার ৪৮ বছরের এক পুরুষ মারা গেছেন। গতকাল বিকেল ৫টা ৪০ মিনিটে লাকসাম উপজেলার ৪৯ বছরের এক নারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন।