ফেনীর ফতেহপুর এলাকা থেকে ৭৯২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে র্যাব ৭ এর একটি টিম।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফিরিঙ্গির হাট গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. জাকির হোসেন (৫০) ও একই উপজেলার দড়িবটোগ্রাম এলাকার শফিকুর রহমানের ছেলে মো. সাব্বির (২৩)।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় অবস্থান নেয় র্যাব ৭ এর একটি টিম। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্টারলাইন পেট্রোল পাম্প সংলগ্ন রোকেয়া স্টোরের সামনে থেকে ৫ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে জাকির ও সাব্বির নামের দুজনকে আটক করতে সক্ষম হলেও অপর তিন ব্যক্তি পালিয়ে যান।এ সময় গ্রেফতারকৃত আসামিদের দেখানো পাঁচটি বস্তার ভেতর থাকা ৭৯২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ এক লাখ তিন হাজার ২০৫ টাকা উদ্ধার করা হয়।
ফেনীর র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, উদ্ধার করা ফেনসিডিলের দাম প্রায় আট লাখ টাকা। ধৃত আসামিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ফেনী ও আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গ্রেফতারকৃতরা।