চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের নোবেল জয়ীদের কৃতিত্বের স্বীকৃতি। শারীরবিদ্যা ও ওষুধ গবেষণার ক্ষেত্রে বিরল কৃতিত্বের জন্য এ বছরে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাতাপৌতিয়ান।
এই দুই আমেরিকান বিজ্ঞানীকে এবার যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির মহাসচিব টমাস পার্লম্যান (Thomas Perlmann) সোমবার মেডিসিনে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করেন। বলা হয়, তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার স্টকহোমে কারোলিনসকা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এ ঘোষণা করে। ডেভিড জুলিয়াস আমাদের ত্বকে যেসব নার্ভ আছে তারা তাপের ক্ষেত্রে কী রকম ভাবে রেসপন্স করে সেটা দেখিয়েছেন। আর আর্ডেম পাতাপৌতিয়ানও এই ত্বকের নার্ভ চাপের ক্ষেত্রে কীরকম আচরণ করে সেটা দেখিয়েছেন। তাঁদের এই যৌথ কাজ আগামি দিনে চিকিৎসাবিদ্যাকে অনেকটাই এগিয়ে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।-জি নিউজ