বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাহেদ মিয়া, মোঃ মনিরুজ্জামান, মোঃ নাজমুল ইসলাম বিপিএম, মোঃ শরিফুল আলম, আতিকুর রহমান চৌধুরী পিপিএম ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম চৌধুরী এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) হিসেবে পদায়ন করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২১ ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
একই দিন পৃথক এক প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।