বগুড়ার শহরে মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর শফিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানা গেছে, শহরে যানজট ও জনদুর্ভোগ কমাতে মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেওয়া হবে না। এজন্য শহরে চারটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের চেকপোস্ট থাকবে। স্থানগুলো হচ্ছে, ইয়াকুবিয়া মোড়, দত্তবাড়ি মোড়, এসপি ব্রিজ ও সেউজগাড়ী আমতলী মোড়। পাশাপাশি কেউ নিয়ম ভেঙে শহরে প্রবেশ করলে সেই সব যানবাহন আটক করা হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, যানজট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানো আমাদের মূল লক্ষ্য। এজন্য করণীয় সব করা হবে।
তিনি আরও বলেন, ‘মোটা চাকার অটোচালকদের সতর্ক করতে শহরজুড়ে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা মাইকিং করেছি। পাশাপাশি চেকপোস্টগুলোতে বড় ব্যারিকেড পোস্টারিং করা হয়েছে।