মুনিয়ার মৃত্যু : ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী ও বাবা-মাসহ মোট আট জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া।
সোমবার ৬ সেপ্টেম্বর ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে এ মামলা দায়ের করেন তিনি।মামলার বাদী নুসরাত জাহান তানিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মামলায় সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী সাবরিনা, বাবা আহমেদ আকবর সোবহান, মা আফরোজা, শারমীন, সাইফা রহমান মীম, ফারিয়া মাহবুব পিয়াসা ও ইব্রাহীম আহমেদ রিপনকে আসামি করা হয়েছে। পিবিআইয়ের অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট আবু ইউসুফ (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) বলেন, ‘আমরা গণমাধ্যম থেকে সংবাদটি জেনেছি। এখনও আনুষ্ঠানিক কোনো নথি পাইনি।সুত্র:আকু