দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ২-০ ব্যবধানে। এর আগে প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ ৭ উইকেটে জয়লাভ করে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করে কিউইরা ৫ উইকেট হারিয়ে থামে ১৩৭ রানে। একাই লড়েছিলেন ল্যাথাম।
ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা কিউই অধিনায়ক ভয় ধরিয়ে দিয়েছিলেন স্বাগতিকদের মনে। তবে ১৯তম ওভারে উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ঠিকঠাক মতো রানআউট করতে পারলে হয়তো শেষ বল পর্যন্ত লড়াই হতো না। বাংলাদেশের জয় আরও বড় ব্যবধানে হতো। শেষ পর্যন্ত ৪ রানে জিতে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে স্বাগতিক শিবির। সিরিজের বাকী দিনটি ম্যাচ আগামী ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।