রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা হতে অজ্ঞান ও মলম পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ মাসুদ মিয়া ওরফে মাসুদ রানা, মোঃ সুমন কারাল ওরফে সুমন ফকির, মোঃ শাহিন ওরফে শামিম গাজী, শাওন ও মোঃ সজল। এ সময় তাদের হেফাজত হতে ৯০ টি Leptic 2 চেতনানাশক ট্যাবলেট, অজ্ঞান ও মলম পার্টির কাজে ব্যবহৃত ০১টি মধুর কৌটা, ০২টি মোটরসাইকেল ও ০১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
১৬ আগস্ট (সোমবার) রাতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা হতে অজ্ঞান ও মলম পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডেমরা জোনাল টিম।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১:৪৫ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতরা প্রাইভেটকার, মোটর সাইকেলযোগে ঢাকা শহর ও আশপাশ জেলা সমূহের বিভিন্ন জায়গায় মিশুক চালক, অটোরিক্সা চালক, মোটর সাইকেল চালক, প্রাইভেটকার চালক ও যাত্রী এবং জনগণকে সু-কৌশলে মধুর সাথে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে বিস্কুট, কলা, চা, জুস এবং ফাস্ট ফুড জাতীয় খাবারের মাধ্যমে খাওয়ায়। পরবর্তীতে ভিকটিম অচেতন হলে তার হেফাজতে থাকা টাকা-পয়সা, মিশুক, অটো রিক্সা, মোটর সাইকেল, প্রাইভেটকার নিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এসংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।
ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (ওয়ারী) বিভাগ মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে, ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।