কুমিল্লার তিতাসে পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, সোমবার ভোর ৫টার দিকে ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে সাগরকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি গুলিসহ উদ্ধার করা হয়।
সাগর তিতাস উপজেলার শাহপুর গ্রামের হাবুল মিয়ার ছেলে। তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারের পল্লী চিকিৎসক শাসছুল হুদা অভিযোগ করেছেন, রোববার বিকাল ৪টার দিকে সাগর তার চেম্বারে ঢুকে পিস্তল ঠেকিয়ে ৩৯ হাজার টাকা নিয়ে গেছেন। এবং আরও দুই লাখ টাকা পাঠানোর জন্য হুমকি দিয়েছেন।
এ ঘটনায় পল্লী চিকিৎসক থানায় মামলা করেন। তিতাস থানার ওসি সুধীনচন্দ্র দাস বলেন, “সাগর আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। পল্লী চিকিৎসক মামলা করার পর রাতভর অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য তার বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে গুলিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।
এ জাতীয় আরো খবর..