রাজধানীর ভাটারা থানা এলাকা হতে মোঃ রেজাউল করিম নামের এক যুবক হারিয়ে গেছে। তার বয়স ২৭ বছর। তার পিতার নাম মোঃ সান্টু ফকির।
সে গত ২৬ এপ্রিল, ২০২১ তারিখ সকাল অনুমান ০৭.৩০ টায় ভাটারা থানার জগন্নাথপুর আজিজ সড়কের বাসা নং-ক/২৭ থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তাকে খুঁজে না পাওয়ায় তার ভাই ভাটারা থানায় এ সংক্রান্তে জিডি করেছেন। জিডি নং-১৭৭৯, তারিখ-৩০/০৪/২০২১ খ্রি:।
তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বাসা হতে বের হওয়ার সময় পড়নে ছিল জিন্স প্যান্ট ও নীল রংয়ের টি–শার্ট। সে পাবনা জেলার আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ ভাটারা থানা (০১৩২০-০৪১৫৮৪) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।