হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমানবন্দরে কাস্টম হাউস মঙ্গলবার (১১ মে) বিকেল ৩টা ৪৭ মিনিটে এ সোনা উদ্ধার করা হয়েছে বলে কাস্টম হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টা ৪৭ মিনিটে সৌদি আরব থেকে আগত ফ্লাইটে (SV 3580) আসা যাত্রী রবিন মাতবর গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তার সাথে থাকা ব্যাগে কোনো সোনা কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ রবিনের ব্যাগ স্ক্যানিং করলে সোনার অস্তিত্ব পায়। পরে কাউন্টারে ওই ব্যাগ এনে ব্যাগের লক খুলে প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।
পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম রবিন মাতবর এবং বাড়ি মুন্সিগন্জ জেলায়। আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..