আইপিএল আয়োজনের জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা সংক্রমণের কারণে ভারতের মাটিতে এই টুর্নামেন্টটি আয়োজন সম্ভব নয়। এ কারণে, আরব আমিরাতের মাটিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
শুধু তাই নয়, আইপিএলের সম্ভাব্য সূচিও তৈরি হয়ে গেছে প্রায়। ২৬ সেপেম্বর শুরু হওয়ার কথা আইপিএলের ১৩তম আসরের। শেষ হওয়ার কথা ৮ নভেম্বর। ৪৪ দিনে অনুষ্ঠিত হবে মোট ৬০টি ম্যাচ। সম্ভাব্য এই সূচি ধরেই এগুতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
স্টার স্পোর্টস চাচ্ছে ‘ডাবল হেডার’ কমাতে। এছাড়া, ৮ নভেম্বর টুর্নামেন্ট শেষ হতে যাচ্ছে। তার সপ্তাহখানেক পরই ‘দিওয়ালি’। স্টার স্পোর্টস চাচ্ছে টুর্নামেন্ট ‘দিওয়ালি’ পর্যন্ত চালিয়ে যেতে। কারণ, ‘দিওয়ালি’র আগে আগে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলি অনেক বেশি বিজ্ঞাপন দিতে চায়।
সে সুযোগটা কাজে লাগাতে চায় স্টার স্পোর্টস। কিন্তু বিসিসিআই আবার নিজেদের অবস্থানে অনড়। তারা চায় নভেম্বরের প্রথম সপ্তাহেই আইপিএল শেষ করে দিতে। কারণ, ৩ ডিসেম্বর থেকে আবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরু হবে। তার আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার ব্যাপার আছে। সে ক্ষেত্রে ক্রিকেটারদের একটু বাড়তি বিশ্রাম দিতেই নভেম্বরের প্রথম সপ্তাহে আইপিএল শেষ করার ব্যপারে অনড় বিসিসিআই।