ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন চ্যাডক্স১ এনকোভ-১৯ এর প্রথম ধাপে মানবদেহে পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে। সোমবার আরও পরের দিকে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেটে এই পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।
প্রথশ ধাপে ব্রিটেনে এক হাজার স্বেচ্ছাসেবীর দেহে করোনাভাইরাসের এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপ এটি। এই পরীক্ষার ফল আজ প্রকাশ করবে অক্সফোর্ড।
আরও বেশি সংখ্যক মানুষকে দেয়ার জন্য ভ্যাকসিনটি যথেষ্ঠ নিরাপদ কিনা সেটি জানাই ছিল প্রথম ধাপের পরীক্ষার মূল উদ্দেশ্য। তবে ভ্যাকসিনটি প্রয়োগে শরীরে তৈরি হওয়া প্রতিরোধ প্রতিক্রিয়ার ব্যাপারেও ধারণা পাওয়া যেতে পারে প্রথম ধাপের পরীক্ষার এই ফলে।
এছাড়া শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি উত্পাদন অথবা ইমিউন সিস্টেমের অন্যান্য অংশকে উজ্জীবিত করে কিনা সেটিও জানা যেতে পারে।